বাল্যবিয়েপ্রতীকী ছবি

স্কুলে ফেরেনি ১০ হাজার শিক্ষার্থী

অনলাইন ডেস্ক,
টাঙ্গাইলঃ

একাধিক উচ্চবিদ্যালয়ে গিয়ে জানা যায়, করোনার সময় অনেক পরিবার আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। অনেক ছাত্রীর বাল্যবিবাহ হয়েছে। অনেক ছাত্র কাজে ঢুকে গেছে। ঘাটাইলের পাকুটিয়া মডেল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল প্রকাশ চক্রবর্তী। তার বাবা প্রভাস চক্রবর্তী বাবুর্চির কাজ করতেন। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যেমন বন্ধ ছিল, তেমন বন্ধ ছিল প্রকাশের বাবার কাজ। অসচ্ছল সংসারে খরচ জোগাতে প্রকাশ দোকানে কর্মচারী হিসেবে কাজ শুরু করে। ফলে দীর্ঘদিন পর স্কুল খুললেও তার আর স্কুলে ফেরা হয়নি।

বাল্যবিবাহ

বাল্যবিবাহ
প্রতীকী ছবি

বাসাইল উপজেলার বাথুলী সাদী লাইলী বেগম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম খান বলেন, ‘শুধু আমাদের স্কুলে ৮৮ জন ছাত্রছাত্রী অনুপস্থিত। তাদের ক্লাসে ফিরিয়ে আনতে বাড়ি বাড়ি যোগাযোগ করা হচ্ছে।’ ওই স্কুলের হাবিবা ঊর্মি নামের দশম শ্রেণির এক ছাত্রী জানায়, তার অনেক সহপাঠীর বিয়ে হয়ে গেছে।

শুধু আমাদের স্কুলে ৮৮ জন ছাত্রছাত্রী অনুপস্থিত। তাদের ক্লাসে ফিরিয়ে আনতে বাড়ি বাড়ি যোগাযোগ করা হচ্ছে।

আবদুস সালাম খান, প্রধান শিক্ষক, বাথুলী সাদী লাইলী বেগম উচ্চবিদ্যালয়, বাসাইল