মঠবাড়িয়ায় এসি ল্যান্ডকে ঘুষ দিতে চাওয়ায় ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক,
মঠবাড়িয়াঃ

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সাফা বাজারের ব্যবসায়ী জহির জমাদ্দারের নামে ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রসিদ) নেওয়া একটি দোকানঘর আতিকুর রহমান ভাড়া নিয়ে ওষুধ বিক্রি করে আসছেন। সম্প্রতি আতিকুর রহমান ওই দোকানঘরের ডিসিআর নিজের নামে নেওয়ার জন্য চেষ্টা করছিলেন।

কাজটি করে দেওয়ার জন্য গতকাল সন্ধ্যায় আতিকুর উপজেলা ভূমি অফিসে গিয়ে এসি ল্যান্ডকে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেন। এ সময় সাখাওয়াত জামিল ঘুষ নিতে অস্বীকৃতি জানালেও আতিকুর টাকার বিনিময়ে কাজটি করে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেন। একপর্যায়ে আতিকুরকে পুলিশে সোপর্দ করেন এসি ল্যান্ড।

এদিকে ব্যবসায়ী জহির জমাদ্দার বলেন, ‘আমার নামে ডিসিআর নেওয়া দোকানঘরটি আতিকুর দেড় বছর আগে ভাড়া নেয়। কিন্তু কয়েক দিন ধরে আতিকুর ওই দোকানঘরের ডিসিআর নিজের নামে নেওয়ার জন্য পাঁয়তারা করছিল বলে শুনেছি।’

জানতে চাইলে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, গতকাল রাতে আতিকুরকে গ্রেপ্তার করার পর আজ বুধবার সকালে তাঁকে আদালতে নেওয়া হয়েছে।v