প্রতীকী ছবি, ছবি: রয়টার্স

দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা চায় না ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক,
ঢাকাঃ

রোববার সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে কোভিড–১৯–এর বিস্তার সামান্য কমানো গেলেও তা জীবন ও জীবিকাকে অত্যন্ত জটিল করে তোলে। এসব বিধিনিষেধ অহেতুক আক্রমণাত্মকভাবে আরোপ করা উচিত নয়। এগুলো বিজ্ঞানসম্মত হতে হবে।

ডব্লিউএইচওর আঞ্চলিক মহাপরিচালক মাতশিদিসো মোয়েতি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার পর আফ্রিকাকে লক্ষ্য করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এ ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক সংহতির ওপর আঘাত।

করোনার ওমিক্রন ধরন কতটা ভয়ংকর, তা নির্ধারণে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। বিশেষ করে এখনকার টিকাগুলো করোনার নতুন ধরনের বিরুদ্ধে কাজ করবে কি না, তা জানার চেষ্টা করছেন তাঁরা। যদিও দক্ষিণ আফ্রিকার এক চিকিৎসক বলেছেন, তাঁর রোগীদের মধ্যে যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, তাঁদের উপসর্গ মৃদু।