আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,

আইন অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে সচিবালয়ে বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

দুপুর ১টা ৫০ মিনিটে বৈঠকটি শুরু হয়। এরআগে, দুপুর পৌনে ২টায় স্মারকলিপি দিতে সচিবালয়ে পৌঁছান আইনজীবীরা।