
নক আউট পর্ব থেকেই বিশ্বকাপে খেলতে পারতেন বেনজেমা, দাবি এজেন্টের
বিশ্বকাপে মাঠে নামার আগেই চোটে পড়েছিলেন। কোচ দিদিয়ের দেশম স্কোয়াডে তাঁর জায়গাটা ফাঁকাই রেখেছিলেন। মনে করা হয়েছিল, বেনজেমা চোট থেকে ফিরে বিশ্বকাপের শেষাংশে খেলবেন। তিনি চোট কাটিয়েও উঠেছিলেন ফাইনালের আগে।