জাতীয়

ভোটগ্রহণ

২০৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে

ষষ্ঠ ধাপে ২০৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

রোববার সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এ ধাপে সব ইউপিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে। এ ছাড়া অন্যান্য ধাপে স্থগিত দুটি ইউনিয়ন পরিষদ ও পটুয়াখালীর বাউফল পৌরসভায়ও ভোট হচ্ছে।

ষষ্ঠ ধাপে ২২ জেলার ৪২ উপজেলার ২১৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এর মধ্যে তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বাকি ২১৬টির মধ্যে কুমিল্লার মনোহরদী উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওইসব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের প্রয়োজন হবে না।

ইসি জানিয়েছে, ষষ্ঠ ধাপের নির্বাচনে সবমিলিয়ে ১৪৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, সদস্য পদে ১০০ জন ও সংরক্ষিত সদস্য পদে ৩২ জন রয়েছেন।

এসব পদ বাদে বাকিগুলোতে ভোট হচ্ছে। এ ধাপে মোট ১১ হাজার ৬০৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে এক হাজার ১৯৯ জন, সংরক্ষিত সদস্য পদে দুই হাজার ৫৫৯ জন ও সাধারণ সদস্য পদে সাত হাজার ৮৪৬ জন প্রার্থী রয়েছেন। এই নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪১ লাখ ৮২ হাজার ২৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২১ লাখ ১৪ হাজার ৭২০ জন ও নারী ভোটার ২০ লাখ ৬৭ হাজার ৫৩৭ জন।

এ ছাড়াও ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এসব ভোটার দুই হাজার ১৮৬টি কেন্দ্রের ১৩ হাজার ৩০৫টি কক্ষে ভোট দিচ্ছেন।‘

নির্বাচনি এলাকায় ইতোমধ্যে মোটরসাইকেলসহ কয়েক ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে সার্বিকভাবে সরকারি ছুটি ঘোষণা করা হয়নি। নির্বাচনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকছে।

এ ছাড়া গত শুক্রবার মধ্যরাত থেকে এসব এলাকায় নির্বাচনী প্রচারণাও বন্ধ হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনি এলাকায় টহল শুরু করেছেন। তারা থাকবেন ভোটের পরের দিন পর্যন্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

চলমান ইউপি নির্বাচনে ইতোমধ্যে পাঁচ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৪টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ৯৯২টি, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৩৬ ইউপিতে ভোটগ্রহণ করা হয়।

পঞ্চম ধাপে গত ৫ জানুয়ারি ৭০৮ ইউপিতে ভোট হয়েছে। সপ্তম ও শেষ ধাপে ১৩৮ ইউপিতে আগামী ৭ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।