অন্যান্য

‘২০৩০ সালের মধ্যে শহর ও গ্রামের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না’

‘২০৩০ সালের মধ্যে শহর ও গ্রামের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না’

২০৩০ সালের মধ্যে শহর ও গ্রামের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

রোববার দুপুরে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়ালি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এর আগে অর্থমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের রেমিটেন্সও বাড়তি, রেমিটেন্স প্রবাহ ঠিক আছে। সেখানেও প্রবৃদ্ধি আছে। জিডিপিতেও প্রবৃদ্ধি আছে। মানুষ বাদ যাবে কীভাবে? আমরা যদি সামষ্টিকভাবে আমাদের সব জিনিস একসঙ্গে দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝব আমাদের দেশের ধনী ও দরিদ্রদের মধ্যে ব্যবধান যেটা ছিল, সেটি থাকার কোনো কারণ নাই। সেই ব্যবধান নিরসনের জন্য সরকারের যাকিছু করণীয় সেগুলো অবশ্যই বাস্তবায়ন করে যায়।’

তিনি বলেন, ‘আমাদের ইনকাম ইক্যুইটি ঠিক রাখতে সরকারের কাছে কিছু বিষয় থাকে। তারমধ্যে একটি হচ্ছে আমাদের ট্যাক্সেশন সিস্টেম। যে যতে বেশি আয় করবে তার ট্যাক্স হবে ততে বেশি। যারা ট্যাক্স দেন না, তাদের জন্য স্যোশাল সেফটিনেট আছে। সেখানেও তারা বেনিফিটেড হচ্ছেন। আমি মনে করি, এভাবেই সারা বিশ্বের অর্থনীতি চলে, আমাদেরও সেভাবেই চলছে। ’

অর্থমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, আমরা যেভাবে এগুচ্ছি তাতে জাতির পিতার যে স্বপ্ন ছিল, উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম ভেদাভেদ থাকবে না, শহর এবং গ্রামের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের স্বপ্ন ২০৩০ সালের মধ্যে এগুলোর বাস্তয়ন নিশ্চয়ই হবে, ইনশাআল্লাহ।’