কুমিল্লায় দীর্ঘ বছর পর প্রথমবারের মতো মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৪৪ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে বিএনপি নেতা আমিরুজ্জামান আমিরকে আহ্বায়ক এবং যুবদল নেতা ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করা হয়। সবপক্ষের সমন্বয়ে নবগঠিত মহানগর বিএনপির এ কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে রাতে নগরীতে বিশাল মিছিল করেন ইউসুফ মোল্লা টিপুর সমর্থকরা। কিন্তু সোমবার গভীর রাতেই ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ওই কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান আমির। তার এ পদত্যাগ নিয়ে দলীয় ফোরামে চলছে নেতিবাচক সমালোচনা।
পদত্যাগের পর আমিরুজ্জামান আমির বলেন, কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তাই আমি পদত্যাগ করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ কমিটির কাগজ দেখেই রাত সাড়ে ১১টার দিকে নগরীর ধর্মসাগরপাড় এলাকায় জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত চিঠিতে কুমিল্লা দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।