আন্তর্জাতিক

টিভি

সংবাদ চলাকালে হঠাৎ রুশ টিভি নিউজরুমে ঢুকে যুদ্ধবিরোধী বিক্ষোভ

রাশিয়ার প্রধান রাষ্ট্রীয় টিভি চ্যানেল ‘চ্যানেল ওয়ান’-এর সংবাদ পরিবেশনের সময় হঠাৎ করে এক নারী এসে যুদ্ধবিরোধী বিক্ষোভ দেখান। 

সংবাদ উপস্থাপকের পেছনে স্পষ্ট দেখা যাচ্ছিল ওই নারীকে। তার প্ল্যাকার্ডে লেখা ছিল ‘যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করো, প্রচারণায় বিশ্বাস করো না, তারা মিথ্যা কথা বলছে’।

স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৩১ মিনিটে খবর পড়ছিলেন এক নারী। এ সময় সেখানে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন আরেক নারী। খবর সিএনএনের।
 
সংবাদ উপস্থাপকের পেছনে থাকা বিক্ষোভকারী ওই নারীও চ্যানেল ওয়ানের একজন সংবাদকর্মী বলে জানা গেছে। তার নাম মেরিনা ওভিসইয়াননিকোভা।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, এই অপরাধের জন্য ওই নারীকে বিচারের মুখোমুখি করা হতে পারে।