সাবেক পুলিশ পরিদর্শক শাজাহান আলী খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে এ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মুহাম্মদ আরিফ সাদেক রোববার যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, খুলনার বাসিন্দা সাবেক পুলিশ পরিদর্শক শাজাহান আলী খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারি সম্পত্তি আত্মসাৎ ও বিপুল পরিমাণ জ্ঞাতআয়বহির্ভূত আয় অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকে ও আর্থিক প্রতিষ্ঠানসহ অর্ধশত সরকারি প্রতিষ্ঠানে শাহাজাহান আলীর বিভিন্ন সম্পদের তথ্য পেতে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কিছু নথিপত্রও তলব করা হয়েছে।
অভিযোগ অনুসন্ধানে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসানকে অনুসন্ধানকারী কর্মকর্তা ও একই কার্যালয়ের পরিচালক জায়েদ হোসেন খানকে তদারককারী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।