রাশিয়ার বেলগোরোড শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
বুধবার ইউক্রেন যুদ্ধ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সামাজিকমাধ্যম অ্যাপ টেলিগ্রামে আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে বুধবার রাত ৩টা ৩৫ মিনিটে তার ঘুম ভেঙেছে।
তিনি আরও জানান, যখন তিনি সামাজিকমাধ্যমে পোস্ট দিচ্ছিলেন তখন আরও তিনটি বড় ধরনের বিস্ফোরণ হয়।
পরবর্তীতে ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে একটি গোলাবারুদের ডিপোতে আগুন লেগেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।