আকাশপথে নিষেধাজ্ঞার কারণে সার্বিয়া সফর করতে পারলেন না রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রোববার দুদিনের সফরে সার্বিয়া যাওয়ার কথা থাকলেও বুলগেরিয়া তার আকাশপথ রাশিয়ার জন্য বন্ধ করে দেওয়ায় ল্যাভরভের ওই সফর বাতিল করা হয়। খবর আনাদোলুর।
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিসের সঙ্গে বৈঠকের কথা ছিল।
সোমবার সকালে সার্বিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত, উত্তর মেসেডোনিয়ার কূটনীতিক এবং সার্বিয়ার নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় বসার কথা ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর।
রাশিয়া থেকে গ্যাস আমদানি নিয়ে আলোচনা করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল।
ইউক্রেনে রুশ সামরিক শুরুর পর এটাই ছিল সার্বিয়ায় কোনো রাশিয়ার উচ্চপদস্থ কূটনীতিকের সফর।
আগামী ৩ বছরের জন্য গ্যাস রফতানির চুক্তি করতেই সার্বিয়া যাচ্ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।