Uncategorized

‘যুদ্ধে যারা নৃশংসতা করছেন কাউকেই ছাড়ব না'

‘যুদ্ধে যারা নৃশংসতা করছে কাউকেই ছাড়ব না’

ইউক্রেন যুদ্ধ বাধাতে দায়ী ব্যক্তিদের হুশিয়ার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ইউক্রেনে কত পরিবার তাদের স্বজনদের হারিয়েছে। আমরা ক্ষমা করব না, আমরা ভুলে যাব না।  আমরা প্রত্যেককে শাস্তি দেব।  আমাদের এই মাটিতে যুদ্ধে যারা নৃশংসতা করছেন, তাদের কাউকে ছাড়ব না। কবরে যাওয়া ছাড়া তোমাদের রক্ষা নেই।  ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সোমবারের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, রুশ সেনারা ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধাপরাধ করছেন।  অহেতুক প্রাণ কেড়ে নেওয়ার জন্য রুশ সেনাদের বিচারের মুখোমুখি হতে হবে। 

ইউক্রেনে রাশিয়ার হামলার ১২তম দিন আজ। এ অবস্থায় পশ্চিমা নেতাদের তীব্র সমালোচনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।