আজকের পত্রিকা

আবু আহমেদ

যুগান্তর জনগণের পক্ষের কাগজ

অধ্যাপক ও অর্থনীতিবিদ

যুগান্তরের সঙ্গে আমার সম্পর্ক প্রথম থেকেই, লেখক হিসাবে। পত্রিকাটি শুরু থেকেই তার বস্তুনিষ্ঠতার ধারাবাহিকতা ধরে রেখেছে। আমি খুব খুশি যে, নানা বৈরী অবস্থার মধ্যেও যুগান্তর তার নিরপেক্ষতা বজায় রেখেছে। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। যুগান্তরের সবচেয়ে বড় দিকটি হলো জনগণের পক্ষে থাকা। এ কারণে যুগান্তর পাঠকদের হৃদয়ে স্থান পেয়েছে। এসব কারণে আমিও যুগান্তরে লিখতে উৎসাহবোধ করি। যুগান্তর তার এই ধারাবাহিকতা বজায় রাখবে, সবসময়-এ আশাই করি।