খেলা

মুমিনুলের ব্যাটে রান না পাওয়ার কারণ জানালেন সুজন

মুমিনুলের ব্যাটে রান না পাওয়ার কারণ জানালেন সুজন

ক্যারিয়ারের শুরুতে মাত্র ২৪ টেস্টে ৪ সেঞ্চুরি আর ১২ ফিফটি হাঁকান মুমিনুল হক। টেস্ট ইতিহাসের প্রথম ২৪ ইনিংসে সব থেকে বেশি ৫০+ রান করার দিক থেকে ডন ব্রাডম্যানের পাশে নাম লেখান তিনি।  

কিন্তু সবশেষ ১৬ ইনিংসে মাত্র দুটি ফিফটির দেখা পেয়েছেন মুমিনুল। সবশেষ ৯ ইনিংসের মধ্যে তিনবারই শূন্য রানে আউট হলেন তিনি। অন্য ৭ ইনিংসে তার সংগ্রহ—  ৩৭, ২, ৬, ৫, ২ ও ৯। 

এমন বাজে ফর্মের কারণে অধিনায়কত্বটাই হারালেন মুমিনুল। 

তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেই আগের মুমিনুলকে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার ধারণা, অধিনায়কত্বের চাপমুক্ত হয়ে মুমিনুল হয়তো আবার নিজেকে ফিরে পাবে। 

তবে কি নেতৃত্বের চাপে পড়েই ব্যাটিংটা খারাপ হয়ে গেল মুমিনুলের?

সুজন বলেছেন, ‘আমি তা জানি না। তবে আমি যেহেতু তাকে খুব কাছ থেকে দেখেছি, তা দেখে মনে হয়েছে মুমিনুল অধিনায়ক হিসেবে মন্দ না এবং সবচেয়ে বড় কথা— টেস্ট দলকে নিয়ে তার চিন্তা ছিল প্রচুর। বাংলাদেশ টেস্ট দলকে নিয়ে সে ভাবত। কী করে দলটির উন্নতি হয়, কীভাবে টেস্ট দল হিসেবে প্রতিষ্ঠিত হয়, সে চিন্তা তার মাথায় ছিল। এবং আমার মনে হয় টেস্ট দল নিয়ে একটু বেশিই চিন্তা করত মুমিনুল। অধিনায়ক হিসেবে দল নিয়ে বেশি ভাবনা থেকেই তার মধ্যে এক রকম বাড়তি চাপ তৈরি হয়েছে। আমার ধারণা, সেই চাপটাই তার ব্যাটিংকে ক্ষতিগ্রস্ত করেছে। অধিনায়কত্বের চাপে ব্যাটার মুমিনুলের ব্যাটিং হয়েছে ক্ষতিগ্রস্ত। আধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় এবার ওয়েস্ট ইন্ডিজে তার সেই ক্যাপ্টেন্সির চাপটা থাকবে না। আমি তাই আশাবাদী, আমরা ব্যাটার মুমিনুলের কাছ থেকে বেটার পারফরম্যান্স পাব। ’