বাইশ পেরিয়ে তেইশে যুগান্তর। সত্যের সন্ধানে নির্ভীক পাঠকপ্রিয় যুগান্তরের দীর্ঘ পথচলায় খেলার ভুবনের মানুষেরাও তাদের সমর্থন জুগিয়েছেন নিরন্তর। তাদের প্রেরণা আমাদের পাথেয়। এখানে জাতীয় ক্রিকেট দলের চার সাবেক অধিনায়ক ও বাংলাদেশের অভিষেক টেস্টের কোচের কথা-
শফিকুল হক হীরা, সাবেক অধিনায়ক
২২ বছর পেরিয়ে আসা কোনো দৈনিক পত্রিকার জন্য খুবই লম্বা সময়। বিশ্বাস ও আস্থার সঙ্গে বাইশ পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করা দৈনিক যুগান্তরের আগামীদিনের পথচলা হোক আরও দৃঢ় ও মসৃণ। যেভাবে মানুষের মন জয় করে নিয়েছে তারা সেভাবেই এগিয়ে যাক আগামীতেও।
রকিবুল হাসান, সাবেক অধিনায়ক
দৈনিক যুগান্তর মানেই একটা বিশ্বাস। শুরুর পথচলা থেকে সঙ্গে আছি। নিয়মিত এই পত্রিকায় কলাম লিখেছি। মনে হয় নিজের পত্রিকা। এককথায় একটি শীর্ষ পত্রিকা। ২৩ বছরের লম্বা সময়টায় অনেক চড়াই-উতরাই পার করে ২৩-এ যুগান্তর। নিজেদের ওপর বিশ্বাস রেখে আরও এগিয়ে যাক যুগান্তর। জন্মদিনে শুভ কামনা।
সারোয়ার ইমরান, কোচ
সাহসিকতার সঙ্গে দৈনিক যুগান্তর শুরু থেকে খবর প্রকাশ করে আসছে। আশা করব সামনে আরও জোরালো ও বস্তুনিষ্ঠ সংবাদ
প্রকাশ করবে পত্রিকাটি। ২৩ বছরে পদার্পণে অভিনন্দন।
আকরাম খান, সাবেক অধিনায়ক
হাঁটি হাঁটি পা পা করে এতদূর এসেছে দৈনিক যুগান্তর। এত লম্বা সময় ধরে পথচলা কখনোই সহজ নয়। ভালো খবর, গুণগত মান বজায় রেখে যুগান্তর নিজেদের পাঠকপ্রিয়তা প্রমাণ করেছে। ২২ বছরের পথচলায় শুভ কামনা। তাদের আগামীর পথ আরও সরল ও সুন্দর হোক।
হাবিবুল বাশার, সাবেক অধিনায়ক
শুভ কামনা দৈনিক যুগান্তরের জন্য। আশা করি, তারা সামনে আরও ভালো কিছু উপহার দিতে পারবে।