রবীন্দ্র কৌশিক, ভারতের ‘র’ (রিসার্চ অ্যান্ড উইং)-এর চৌকশ অফিসার। দারুণ অভিনয় করতেন। তার এ প্রতিভার কথা প্রকাশ পায় একটি অনুষ্ঠানে।
সেদিন ছোট্ট একটি নাটিকায় পারফরম করেছিলেন রবীন্দ্র। তার এ অভিনয় দক্ষতা চোখে পড়তেই মহাপরিকল্পনা করে বসে র-এর বড় বড় কর্তারা। রবীন্দ্রকে পাকিস্তান পাঠাবেন গোয়েন্দাগিরি করতে। পরিকল্পনা অনুযায়ী সেখানে চলেও যান। পাকিস্তানে গিয়ে পরিচয় বদল করে সেখানকার নাগরিক সেজে একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন। পরে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। এরপর ভারতে র-এর কাছে পাঠাতে থাকেন পাকিস্তানের গুরুত্বপূর্ণ তথ্য। এটি কোনো সিনেমার গল্প নয়।
ভারতের র-এর অফিসার রবীন্দ্র কৌশিকের বাস্তব জীবন ছিল এটি। সিনেমার গল্পকেও যা হার মানায়। তার এ সাহসিকতার জন্য দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে ‘দ্য ব্ল্যাক টাইগার’ উপাধিও দিয়েছিলেন। রবীন্দ্রর জীবনী নিয়েই সালমান খান একটি সিনেমা বানাতে চেয়েছিলেন। চুক্তিও হয়েছিল। নাম দিয়েছিলেন ‘ব্ল্যাক টাইগার’। পরিচালক নির্বাচিত হয়েছিলেন রাজ কুমার। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি আর বানাতে পারছেন না সালমান। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিনেমাটি বানানোর জন্য রবীন্দ্রর পরিবারের সঙ্গে সালমানের চুক্তি ছিল পাঁচ বছরের। অর্থাৎ চুক্তি স্বাক্ষরের পাঁচ বছরের মধ্যে সিনেমার নির্মাণ কাজ শেষ করতে হবে।
কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও সিনেমার কাজ শুরু করতে পারেননি সালমান। অন্য সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে ‘দ্য ব্ল্যাক টাইগার’ নিয়ে এগোতে পারেননি বলিউড ভাইজান। এর মধ্যে আবার কোভিডের প্রকোপ। সব মিলিয়ে চুক্তির মেয়াদ শেষ। ফলে পরিচালক-অভিনেতার যৌথ সিদ্ধান্তে আপাতত রবীন্দ্র কৌশিকের জীবনীর কাজ স্থগিত বলে ঘোষণা করা হয়েছে। আবারও কী শুরু হবে এ সিনেমার কাজ, সেটা নিয়ে স্পষ্ট কোনো ইঙ্গিতও দেননি সালমান।