জাতীয়

মশিহুর রহমান ও আকরাম হোসেন

বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি আকরাম, সম্পাদক মশিহুর

দিনাজপুরের বিরামপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

নির্বাচনে সভাপতি হয়েছেন মোহনা টেলিভিশন ও জনকণ্ঠের বিরামপুর প্রতিনিধি আকরাম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিরামপুর প্রতিনিধি সহকারী অধ্যাপক মশিহুর রহমান।

উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রোববার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. মেসবাউল হক।

সভাপতি পদে ১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন আকরাম হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাবের বিরামপুর প্রতিনিধি আবু তাহের পেয়েছেন ১০ ভোট ও দৈনিক দেশের কণ্ঠের বিরামপুর প্রতিনিধি ফরিদ হোসেন পেয়েছেন ৩ ভোট। 

অন্যদিকে ২১ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি সহকারী অধ্যাপক মশিহুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাই টিভির প্রতিনিধি কামরুজ্জামান পেয়েছেন ৯ ভোট। 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ডেল্টা টাইমসের বিরামপুর প্রতিনিধি আবু সাঈদ ১৬ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক মানবকণ্ঠের বিরামপুর প্রতিনিধি মাজারুল ইসলাম তামিম পেয়েছেন ১৪ ভোট। 

কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি দৈনিক সংগ্রামের প্রতিনিধি ডা. নূরল হক, সহসভাপতি পদে (দ্বিতীয় বার) দৈনিক যায়যায়দিন, দৈনিক যুগের আলো ও ৭১ টেলিভিশনের বিরামপুর প্রতিনিধি জালাল উদ্দীন রুমী, দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক মানবজমিনের প্রতিনিধি এবিএম মুসা, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক দেশের পত্রের প্রতিনিধি শাহ আলম মণ্ডল, প্রচার ও প্রকাশনা পদে দৈনিক উত্তর বঙ্গের প্রতিনিধি সেকেন্দার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে দৈনিক গণমানুষের আওয়াজ ও জবাব দিহির প্রতিনিধি সামিউল ইসলাম, কার্যনিবাহী পদে দৈনিক খোলা কাগজের প্রতিনিধি রায়হান কবীর চপল, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক খবরপত্রের প্রতিনিধি মাহাবুর রহমান, দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি আব্দুর রউফ সোহেল, দৈনিক উত্তর কোণের প্রতিনিধি ডা. আব্দুর রশিদ, দৈনিক জনতার প্রতিনিধি পবন কুমার শীল, দৈনিক সাত মাথার প্রতিনিধি ড. মুহাদ্দিস এনামুল হক।

নির্বাচনে প্রেস ক্লাবের ৩০ জন সদস্য তাদের ভোট দেন।