আজকের পত্রিকা

অপূর্ব

বাবাকে ছাড়া প্রথম ঈদ ছিল এবার

ছোট পর্দার শীর্ষ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ঈদের নাটকে ছিলেন সপ্রতিভ। তার অভিনীত একাধিক নাটক দর্শকনন্দিত হয়েছে। ঈদের পর নতুন উদ্যমে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ নিয়েও পরিকল্পনা রয়েছে তার। অভিনয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

* এবারের ঈদ কেমন কাটল?

** খুব একটা ভালো নয়। কারণ আমার বাবা মারা গেছেন ঈদের অল্প কদিন আগে। তাই কাজেও সেভাবে মনোনিবেশ করতে পারিনি। বাবাকে ছাড়া প্রথম ঈদ ছিল এটি। বাবার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন পরপারে ভালো থাকেন।

* ঈদে আপনার অভিনীত কয়েকটি নাটক প্রচার হয়েছে টিভি ও অনলাইন মাধ্যমে। কেমন সাড়া পেলেন?

** আমি সব সময় গল্প প্রাধান্য দিয়েই অভিনয় করি। যেকটি নাটক ঈদে প্রচার হয়েছে, সব কটিই ছিল উপভোগ্য। আমিও নাটকগুলো দেখার চেষ্টা করেছি। এসব নাটকে অভিনয় নিয়ে তারপরও সন্তুষ্ট নই। দ্রুত শুটিং করতে গিয়ে পরিকল্পনার পুরোটাই বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তারপরও এবার নাটকের দর্শক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কারণ করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ছিল।

* কুরবানির ঈদের কাজ শুরু করেছেন?

** গত ঈদের আগেই কুরবানির ঈদে প্রচারের জন্য নির্মিতব্য কয়েকটি নাটকে অভিনয়ের বিষয় চূড়ান্ত হয়ে আছে। কয়েকদিনের মধ্যেই সেগুলোর শুটিং শুরু হবে। যেসব নাটকে অভিনয়ের বিষয় নিশ্চিত করেছি, তার প্রতিটির গল্পেই বৈচিত্র্য রয়েছে। কারণ দর্শক এখন আর গতানুগতিক গল্পের নাটক দেখতে চায় না। তা ছাড়া একজন অভিনয়শিল্পী হিসাবে আমিও সেসব নাটকে অভিনয় করে আনন্দ পাই না।

* প্রযোজক হিসাবেও আপনার অভিষেক হয়েছে। এ মাধ্যমের কাজ নিয়ে পরিকল্পনা কী?

** এখনই নিয়মিত প্রযোজনা করতে চাই না। কারণ কাজটি বেশ কঠিন। অর্থ লগ্নি করে সেটি ফেরত নিয়ে আসা বেশ সময় সাপেক্ষ। এক সময় নিয়মিত প্রযোজনা করার ইচ্ছা আছে। তবে আপাতত প্রযোজক হিসাবে অভিজ্ঞতা নেওয়ার জন্য অল্প কাজ করব।

* সিনেমায় অভিনয় করেছিলেন। এখন বিরতি কেন?

** আসলে নাটক আর সিনেমার মধ্যে পার্থক্য অনেক। নাটক অল্প সময়ে করা গেলেও সিনেমার জন্য প্রচুর সময় দরকার। অভিজ্ঞতা নেওয়ার জন্য দুটি সিনেমায় অভিনয় করেছি। ভালোই হয়েছিল কাজ দুটি। সিনেমায় অভিনয়ের জন্য নিয়মিত প্রস্তাব পাই। অভিনয় করব না তা কিন্তু নয়। তবে পরবর্তী সিনেমায় অভিনয়ের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে চাই।