ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ নিয়ে সোমবার নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে চীন।
তবে তাদের প্রতিক্রিয়া বা বার্তা ছিল অস্পষ্ট।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ানের কাছে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়।
এ প্রশ্নের উত্তরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি জেনেছে চীন। ফিনিশ-চাইনিজ সম্পর্ক সব সময় ছিল বন্ধুত্বপূর্ণ। কিন্তু ন্যাটোতে যোগ দেওয়ার জন্য ফিনল্যান্ড আবেদন করলে অবশ্যই এ সম্পর্কে ‘নতুন ফ্যাক্টর’ যুক্ত হবে।
নতুন ফ্যাক্টর যুক্ত হবে এটি দিয়ে কি বুঝিয়েছেন? এ বিষয়ে জিজ্ঞেস করা হয় চীনের এ মুখপাত্রকে। কিন্তু তিনি এর ব্যাখ্যা দেননি।
তবে ফিনল্যান্ডের একজন সাংবাদিক চাপাচাপি করলে মুখপাত্র লি বলেন, উত্তরদিকে ন্যাটোর পরিধি বাড়ানোর বিষয়টি নিয়ে চীনের অবস্থান সব সময় পরিস্কার।
এদিকে চীন সব সময় ন্যাটোর পরিধি বাড়ানোর বিষয়টির সমালোচনা করেছে।
চীনের বিশেষজ্ঞরাও ন্যাটোর পরিধি বাড়ানোর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে না।
রাশিয়ার গণমাধ্যশ তাস নিউজ গত সপ্তাহে জাং গুকিং নামে একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে। সেই বিশেষজ্ঞ জানান ফিনল্যান্ড সুইডেন ন্যাটোতে যোগ দিলে ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে।
সূত্র: দ্য গার্ডিয়ান