তারাঝিলমিল

প্রতি মাসে কণার নতুন গান

প্রতি মাসে কণার নতুন গান

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা নিয়মিত গান গাইছেন। অডিও, নাটক ও সিনেমার গানে নিয়মিত কণ্ঠ দিয়ে যাচ্ছেন। তবে এখন থেকে নিজের ইউটিউব চ্যানেলের জন্য প্রতি মাসে দুটি করে নতুন গান তৈরি করবেন বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। এরই মধ্যে দুটি গান তৈরিও করেছেন কণা। একটির শিরোনাম ‘মা’।

এটির কথা লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। অন্যটির শিরোনাম ‘লাফ দিয়ে স্বপ্নটা’। এটি লিখেছেন সেজান মাহমুদ এবং সুর করেছেন পলাশ। দুটি গানের ভিডিওতে মডেল হয়েছেন কণা নিজে। ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা।

চলতি মাসেই এগুলো ইউটিউবে প্রকাশ হবে। এ প্রসঙ্গে কণা বলেন, ‘আমার ইউটিউব চ্যানেল অনেক আগেই তৈরি করা। কিন্তু এতদিন নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছাড়াই চ্যানেলে গান প্রকাশ করেছি। তবে শ্রোতাদের কাছে থেকে নিয়মিত গান প্রকাশ করার আবেদন পাচ্ছি। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নতুন পরিকল্পনা সাজালাম। আশা করছি প্রতি মাসে আমার চ্যানেলে আমারই গাওয়া নতুন গান প্রকাশ পাবে।’

এদিকে মৌলিক গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নাটকের গানেও তাকে কণ্ঠ দিতে দেখা যায়। গত ঈদে প্রচারিত ‘ভুলোনা আমায়’ নামের একটি নাটকের টাইটেল গানে কণ্ঠ দেন কণা। যেটি এরই মধ্যে শ্রোতাদের কাছে সাড়া জাগিয়েছে। এসব কাজের পাশাপাশি সিনেমার গানেও নিয়মিত উপস্থিতি রয়েছে তার।