দক্ষিণ চীন সাগরে চীনের মহড়ায় উদ্বিগ্ন ভিয়েতনাম

দক্ষিণ চীন সাগরে চীনের মহড়ায় উদ্বিগ্ন ভিয়েতনাম

ইউক্রেনে রুশ আগ্রাসনে অশান্তির আঁচ লেগেছে বিশ্বজুড়ে। তারই মধ্যে দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ভিয়েতনামের উপকূলে নতুন করে শনিবার থেকে নৌযুদ্ধের মহড়ার ঘোষণা দিয়েছে চীনের ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ)। ওই এলাকায় বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধের নির্দেশনাও জারি করা হয়েছে। খবর রয়টার্সের।

ভিয়েতনাম সরকার জানিয়েছে, চীনের হেনান প্রদেশের সানিয়া নৌঁঘাটিতে মোতায়েন বাহিনী এই নৌ-মহড়ায় অংশ নিচ্ছে।

বিতর্কিত ওই জলপথের ওপর চীন কৃত্রিম দ্বীপ তৈরি করেছে। তবে হেনানের ‘মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন’ একে ‘রুটিন অনুশীলন’ বলে জানিয়ে বলেছে। এ মহড়া আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে বলে জানিয়েছে চীন।

দক্ষিণ চীন সাগর নিয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে চীনের বিরোধ নতুন নয়। এর আগেও ওই এলাকায় এমন একতরফা পদক্ষেপ করেছে চীন। তা নিয়ে দীর্ঘ দিন ধরেই অসন্তোষ জানিয়ে আসছে ওই সাগরের আশপাশে থাকা দেশগুলি। আমেরিকাসহ পশ্চিমী দেশগুলির অভিযোগ, ওই সাগরকে নিজেদের ‘সাম্রাজ্য’ হিসাবে ব্যবহার করছে বেজিং।

চীনা নৌবাহিনীর মহড়ার স্থান ভিয়েতনাম উপকূলের হুয়ে শহর থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে। চীনা সামরিক তৎপরতা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ভিয়েতনাম সরকার।

নিজেদের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে চীনের নৌসেনাদের এই মহড়াকে ‘ভিয়েতনামের সার্বভৌমত্ব লঙ্ঘন’ বলে অভিযোগ তুলেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।