চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ।
টসে হারলেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক।
বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, টস জিতে আগে ব্যাটিং নিতেন তিনি। তবে এখন আগে বোলিং পাওয়ায় প্রথম ঘণ্টায় থাকা উইকেটের সুবিধা কাজে লাগাতে চান।
এদিকে শ্রীলংকার লক্ষ্য পঞ্চম দিনে বাংলাদেশকে চেপে ধরা।
আজ রোববার সকাল ১০টায় শুরু হবে প্রথম টেস্ট।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।