রাজধানী

জামায়াত-শিবির অবৈধভাবে মিছিল করেছে: ডিএমপি কমিশনার

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, জামায়াত-শিবির অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল। তার ধারাবাহিকতায় গতকাল আবারও তারা তাদের কর্মকাণ্ড দিয়ে অপকর্মের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‘জামায়াত-শিবিরের অতীত নৈরাজ্য আবার ফিরে আসুক, সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না’—মন্তব্য করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘গতকাল যেখান থেকে তারা মিছিল বের করেছিল, সেখানে আমাদের পুলিশ ছিল। পুলিশের বাধায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় আমরা মামলা করেছি। যাঁরা এ ঘটনায় জড়িত রয়েছেন, তাঁদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান থাকবে।’

রাজধানীর মৌচাক ও মালিবাগ মোড় এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ডিএমপি বলেছে, মিছিলের সময় জামায়াতের নেতা-কর্মীদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়।