জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও চেয়ারম্যান, জাতীয় পার্টি
হাঁটি হাঁটি পা পা করে যুগান্তর এগিয়ে চলছে। ২২ পেরিয়ে ২৩-এ পা দিয়ে এই করোনা মহামারির মধ্যেই দৃপ্তপায়ে পথ চলছে যুগান্তর। মানুষের পক্ষে থেকে, মানুষের কথা বলে, পাঠকপ্রিয়তা ধরে রেখে এই দীর্ঘ পথচলায় নিঃসন্দেহে বাংলাদেশের সংবাদপত্রজগতে একটি অনন্য নজির স্থাপন করেছে সংবাদপত্রটি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে দৈনিক যুগান্তরের প্রকাশক, সম্পাদক, সাংবাদিকসহ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জন্মলগ্ন থেকেই সত্যের পথে চলছে পাঠকনন্দিত কাগজ দৈনিক যুগান্তর। আগামী দিনেও তারা সত্যের পথে চলবে-এমনটাই প্রত্যাশা আমার।