আজকের পত্রিকা

কুরবানির ঈদের নাটক নির্মাণ ও অভিনয় নিয়ে ব্যস্ত জাহিদ হাসান

কুরবানির ঈদের নাটক নির্মাণ ও অভিনয় নিয়ে ব্যস্ত জাহিদ হাসান

অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে নাটক পরিচালনাও করেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সর্বশেষ ‘হুলুস্থুল টিভি’ নামের একটি ধারাবাহিক নাটক পরিচালনা করেন তিনি। এটি আরটিভিতে প্রচার হয়। গত রোজার ঈদের আগে ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার কারণে অভিনয় কিংবা পরিচালনা কোনোটাতেই তার সেভাবে উপস্থিতি ছিল না।

তবে কুরবানি ঈদের জন্য একটি নাটক নির্মাণ করছেন তিনি। অল্প সময়ের মধ্যেই নাটকটির অভিনয়শিল্পী নির্বাচন ও শুটিং শুরু করবেন। এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘পরিচালনার কাজটি ভালোই লাগে।

কিন্তু ইদানীং একখণ্ডের নাটকের জন্য যে বাজেট দেওয়া হয় তা দিয়ে ভালোভাবে একটি নাটক নির্মাণ করা খুবই কষ্টকর। আমি সারা বছরই একখণ্ডের নাটক নির্মাণ করতে চাই। তবে এর জন্য বাজেট থাকতে হবে। বাজেট বৃদ্ধি না করলেও পরিচালনার কাজটি হয়তো এক সময় ছেড়ে দেব।’ এদিকে সম্প্রতি দুটি ঈদের নাটকের কাজ শেষ করেছেন তিনি। হাতে রয়েছে আরও কয়েকটি ঈদের নাটকের কাজ।