ইউক্রেনের রাজধানী কিয়েভসহ চারটি শহরে ফের যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী মস্কোর স্থানীয় সময় সোমবার সকাল ১০ টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। মস্কোভিত্তিক বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।
বেসামরিক লোকদের ইউক্রেন ত্যাগ করতে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অনুরোধে পুতিন সরকার এই সিদ্ধান্ত নিল। কিয়েভ ছাড়াও মারিউপুল, খারকিভ ও সুমি শহরে এই অস্ত্রবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মারিউপুল এবং ভোলনোভাখা শহরে যুদ্ধবিরতি ঘোষণা করে।
ইউক্রেনে রুশ আক্রমণের ১২তম দিন চলছে আজ। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকে যুদ্ধ চলছে। বেশ কয়েকটি শহর রাশিয়ার নিয়ন্ত্রণে। ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে রাশিয়ার ১১ হাজার সেনা নিহত হয়েছেন।