আন্তর্জাতিক

কিয়েভ মেট্রো স্টেশন ও দুই ভবনে বিস্ফোরণ

কিয়েভ মেট্রো স্টেশন ও দুই ভবনে বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার ভোরে বিস্ফোরণে লুকিয়ানিভস্কা নামে একটি মেট্রো স্টেশন এবং অফিসের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার সকালে কিয়েভের মেট্রো নেটওয়ার্ক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন ও বিবিসির। 

প্রতিবেদনে বলা হয়েছে, লুকিয়ানিভস্কা কিয়েভের বেশ কাছাকাছি।  ক্ষতিগ্রস্ত হওয়ায় স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সিএনএনের বরাত দিয়ে ইউক্রেনীয় জরুরি পরিষেবার তথ্য থেকে জানা যায়, মঙ্গলবার সকালে কিয়েভের আবাসিক এলাকায় দুটি ভবন পৃথক বিস্ফোরণ ঘটে।

এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টার দিকে শহরের কেন্দ্রের পূর্বের জেলা ওসোকরকিতে একটি ভবনে বিস্ফোরণ ঘটে। দোতলা ভবনে আগুন লাগলেও কিছুক্ষণের মধ্যেই তা নিভিয়ে ফেলা হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওসোকরকিতে আগুন লাগার কিছুক্ষণ পরে, পোদিলের একটি ১০ তলা ভবনে রকেটের আঘাতে আগুন লাগে, যার ফলে ভবনের ৫ম তলায় আগুন লেগে যায়। এ ঘটনায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।