চীন ও রাশিয়ার যুদ্ধবিমান মঙ্গলবার জাপান সাগরে যৌথ মহড়া দিয়েছে। আর তারা এমন সময় মহড়া দিল যখন জাপানে কোয়াড জোটের বৈঠক চলছে।
কোয়াড জোটের বৈঠকে যোগ দিতে বর্তমানে জাপানে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
আর এমন বৈঠকের সময় মহড়া চালানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবোও কিসি।
সাংবাদিকদের জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাপান সাগরের ওপর দুটি চাইনিজ বোম্বার দুটি রাশিয়ার বোম্বারের সঙ্গে যোগ দেয় এবং একসঙ্গে পূর্ব চীন সাগরে উড়ে যায়।
এরপর সবমিলিয়ে চারটি বিমান, চীনের দুটি নতুন বোম্বার- যেগুলো আগের বোম্বারের জায়গায় যোগ দেয় এবং দুটি রাশিয়ান বোম্বার একসঙ্গে পূর্ব চীন থেকে প্যাসিফিক সাগরের দিকে উড়ে যায়। যোগ করেন জাপানিজ মন্ত্রী।
তিনি আরও বলেন, রাশিয়ার একটি গোয়েন্দা সংগ্রহকারী বিমান মঙ্গলবার উত্তর হোক্কাইদো থেকে জাপানের কেন্দ্র নোটো পেনিনসুলার দিকে উড়ে যায়। এ বিষয়গুলো উস্কানিমূলক।
তিনি জানান, কূটনৈতিকভাবে তারা এ বিষয়টি নিয়ে যোগাযোগ করেছেন এবং নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি, আল আরাবিয়া