প্রধান নির্বাচন কমিশনারকে ‘খলনায়ক’ বলে অভিহিত করেছেন নাগরিক সংগঠন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।
টিআইবির গবেষণা, বিবিসির খবরের বরাত দিয়ে তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য, এরকম একজন খলনায়ককে নির্বাচন কমিশনের প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। যে আইনটা করা হয়েছে। দুর্ভাগ্যবশত এরকম লোকদের নিয়োগ দেওয়ার সুযোগ সৃষ্টি হবে। এ সময় তিনি বলেন, অনেক অনিয়ম হয়েছে। যেগুলোর বিচার হয়নি। বিচার করার অভিপ্রায়ও তাদের ছিল না।
দুদিন আগে এক অনুষ্ঠানে বিদায়ী সিইসি নুরুল হুদা সুজন সম্পাদকের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, সুজনের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা ধরনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই সংগঠনকে কোনো কাজে সম্পৃক্ত করেনি বর্তমান ইসি। সেই কারণেই ইসির সমালোচনামুখর বদিউল আলম।
সিইসির বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে সুজন। সেখানে এক প্রশ্নের জবাবে নির্বাচনে অনিয়মের তথ্য তুলে ধরে বদিউল আলম
ইসি গঠনের নতুন আইনে নূরুল হুদার মতো ব্যক্তিদের নিয়োগ দেওয়ার সুযোগ সৃষ্টি হলো বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার।
অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান, ইসির সাবেক আইনজীবী শাহদীন মালিক, সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান সাবেক বিচারপতি এমএ মতিন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রমুখ।