আজকের পত্রিকা

সারিকা

উপস্থাপনায় সারিকার দেড় বছর

মডেল ও অভিনেত্রী হিসাবেই বেশি পরিচিতি ছিল সারিকার। এ দুই পরিচয়ে বিনোদন মিডিয়ায় কাজ করছেন দেড়যুগ ধরে। মাঝে অভিনয়েও যাওয়া আসার মধ্যে ছিলেন। তবে অভিনয় ক্যারিয়ারে নতুন করে প্রত্যাবর্তনের পর ২০২০ সালে নভেম্বর মাসে হঠাৎ করেই টিভির অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন তিনি।

বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের সেলেব্রিটি শো ‘আমার আমি’র উপস্থাপক হিসাবে নতুন অধ্যায় শুরু করেন সারিকা। প্রথম দিকে গুঞ্জন ছিল, সারিকা হয়তো স্বভাব সুলভ অল্প কিছু দিন পরেই উপস্থাপনা থেকে সরে দাঁড়াবেন। কিন্তু সব গুঞ্জন ও সমালোচনাকে মিথ্যা প্রমাণ করে দেড় বছর ধরে সাপ্তাহিক এ অনুষ্ঠানটির উপস্থাপনা করছেন এ মডেল অভিনেত্রী।

এ কাজটির জন্য সমালোচকরাও এখন তাকে নিয়ে প্রশংসা করছেন। আর সারিকাও প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন।

এ প্রসঙ্গে সারিকা বলেন, ‘শুরুতে উপস্থাপনা নিয়ে কিছুটা শঙ্কা ও ভয় কাজ করছিল। তা ছাড়া দর্শক উপস্থাপক হিসাবে আমাকে কতটুকু গ্রহণ করবেন তা নিয়েও দুশ্চিন্তা ছিল। এখন সেসব বিষয় আর মাথায় নেই। সবাই এ কাজটির জন্য উৎসাহ দিচ্ছেন। আমি আরও ভালোভাবে কাজটি করার জন্য অনুশীলন করে যাচ্ছি। দর্শক যতদিন চাইবেন ঠিক ততদিনই কাজটি করে যাওয়ার পরিকল্পনা নিয়ে চলছি।’ এদিকে নাটকের অভিনয়ে ধীরে ধীরে ব্যস্ততা বৃদ্ধি করছেন এই অভিনেত্রী। গত ঈদে সেই প্রতিফলন দেখা গেছে। যদিও ক্যারিয়ারের গোছানো সময় প্রায়শই তিনি হারিয়ে গেছেন বা নিজেকে আড়ালে রেখেছেন। তবে এবার প্রতিশ্রুতি দিয়েই কাজ শুরু করেছেন এ অভিনেত্রী।