বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয়ের পর থেকে দেশ বিদেশে সমাদৃত হচ্ছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। বলা যায় এ মুহূর্তে ক্যারিয়ারে তার বৃহস্পতি এখন তুঙ্গে। তবে এটাও ঠিক, এ বায়োপিকে অভিনয়ের কারণে অন্যান্য সিনেমার কাজে সেভাবে মনোযোগ দিতে পারেননি তিনি।
মাস তিনেক আগে বায়োপিকে তার অংশগ্রহণ সংক্রান্ত যাবতীয় কাজ শেষ হয়েছে। সর্বশেষ কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেলারও প্রদর্শিত হয়েছে। সেখানেও প্রশংসিত হয়েছেন। এ মুহূর্তে বলা যায় শুভ অনেকটা মুক্ত।
তাই আবারও অন্য সিনেমায় কাজের প্রতি মনোযোগ দিয়েছেন এ অভিনেতা। এমনিতে বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পেয়েছেন, সে সময় খুব বেশি বাইরের কাজ করার সুযোগ ঘটেনি শুভর। তারপরও তার অভিনীত দুটি সিনেমা মুক্তির প্রতীক্ষায় আছে। এর মধ্যে একটির নাম ‘মিশন এক্সট্রিম-২’। এটির কাজ অবশ্য রোজার আগে মুক্তিপ্রাপ্ত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার শুটিংয়ের সময়ই শেষ করেছেন।
সেটিরই ফ্র্যাঞ্চাইজি এটি। সিনেমাটি পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। অন্যটির নাম ‘নূর’। এটির পরিচালক রায়হান রাফি। এটির কাজ করেছেন বঙ্গবন্ধুর বায়োপিকের ফাঁকে ফাঁকে। বর্তমানে এর ডাবিং চলছে এখন। শুভও এ সিনেমার ডাবিংয়ের কাজ নিয়ে ব্যস্ত আছেন। জানিয়েছেন, অল্প কয়েকদিনের মধ্যেই এ কাজটিও শেষ হয়ে যাবে। দুটি সিনেমা নিয়েই আত্মবিশ্বাসী শুভ। এখনো সিনেমা দুটির মুক্তির তারিখ ঘোষণা করেনি প্রযোজনা সংস্থা। তবে ভক্তরা মুখিয়ে থাকলেও ঈদের মতো বড় উৎসবে শুভর কোনো সিনেমা পাচ্ছেন না তারা। রোজার ঈদের মতো কুরবানির ঈদেও শুভকে থাকতে হচ্ছে সিনেমাশূন্য অবস্থায়।
সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, তার ভক্তরা আশা করেছিলেন, শাকিব খান ও সিয়ামদের পাশাপাশি শুভ অভিনীত সিনেমাও মুক্তি পাবে। নিজেদের প্রিয় নায়ককে তুলনা করতে পারবেন অন্যদের সঙ্গে। কিন্তু তাদের সে আশা এবারও পূরণ হচ্ছে না। যদিও একটি সিনেমা মুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে। এতদিন করোনার দোহাই দিয়ে প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তির বিষয়টি এড়িয়ে গেলেও, এখন আর সেটি সম্ভব হচ্ছে না।
কারণ, দেশে এখন করোনার উপদ্রব খুব একটা নেই বললেই চলে। সরকারিভাবে কোনো বিধিনিষেধও নেই। গত ঈদের আগে থেকেই করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তাই বন্ধ হয়ে যাওয়া অনেক প্রেক্ষাগৃহ চালু হয়েছে। তা ছাড়া দর্শকও আগের চেয়ে এখন হলমুখী। তাই শুক্তরা তাদের প্রিয় নায়ককে পর্দায় দেখার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন। কিন্তু রোজার ঈদের মতো কুরবানির ঈদেও শুভ অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। ফলে এবারের ঈদেও বড় পর্দায় অনুপস্থিত থাকছেন শুভ।
এ বিষয়ে এ চিত্রনায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সিনেমা মুক্তির বিষয়টি নির্ধারণ করেন প্রযোজক। তাই এ বিষয়ে এখনো আমার কাছে কোনো তথ্য নেই। ঈদের সময় দর্শক হলমুখী হয়। তাই তখন সিনেমা মুক্তি পেলে সফলতার বিষয়টি অনেকটাই এগিয়ে থাকে। আমি চাইব যেন ঈদে আমার অভিনীত সিনেমা মুক্তি দেওয়া হয়। আমার অভিনীত যে দুটি সিনেমা মুক্তি প্রতীক্ষিত, সেগুলো দর্শকদের বিনোদিত করতে পারবে। সবার কাছে শুভ কামনা চাই যেন আগামীতেও ভালো সিনেমা নিয়ে দর্শকের সামনে আসতে পারি।’
এদিকে বঙ্গবন্ধু বায়োপিক নিয়েও দর্শকের আগ্রহ তুঙ্গে। এ প্রসঙ্গে শুভ বলেন, ‘আমার অভিনয় জীবনের সেরা একটি কাজ এটি। যে কাজটি আমাকে দর্ঘিদিন দর্শকের মনে জায়গা করে দেবে। জাতির জনকের চরিত্রে অভিনয় করে আমি নিজেকে সম্মানিতবোধ করছি। আশা করছি এটিও উপভোগ্য একটি সিনেমা হবে।’