প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণার পর দিনই নিজেদের স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা।
আগামী ১ জুন কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়ন্সের ম্যাচে ইউরো চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
এই ম্যাচের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে কোপা আমেরিকা জয়ী দলটি। দলে এক চমক রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন ডাচ ক্লাব ফেয়েনুর্দের ডিফেন্ডার মার্কোস সেনেসি।
ইতালির হয়ে খেলার গুঞ্জন ছিল ২৫ বছর বয়সি এই ডিফেন্ডারের। আর্জেন্টাইন হলেও ইতালিয়ান পাসপোর্টধারী তিনি। কিন্তু গুঞ্জনকে মিথ্য বানিয়ে আর্জেন্টিনার কনকর্দিয়ায় জন্ম নেওয়া এই ফুটবলার নিজের জন্মভূমির হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
নির্ধারিতভাবেই দলের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা পিএসজি মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকেও স্কোয়াডের অন্তর্ভুক্ত করা হয়েছে।
মূল গোলরক্ষকের ভূমিকায় কোপা আমেরিকার অন্যতম সেরা পারফরমার এমিলিয়ানো মার্টিনেজ আছেন। আলবিসেলেস্তেদের আরেক দুর্দান্ত গোলরক্ষক ফ্রাঙ্কো আর্মানিকে রাখা হয়েছে।
ডিফিন্সে জেল্লা, মার্টিনেজ, আকুনা রয়েছেন। মিডফিল্ডারে আছেন যথারীতি গুইদো রদ্রিগেজ ও মেসি পিএসজি সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস।
আক্রমণে মেসির সঙ্গে থাকছেন গঞ্জালেজ, ডি মারিয়া, দিবালা ও লাউতারো মার্টিনেজ।
আগামী সপ্তাহে ইতালির বিপক্ষে ম্যাচটির জন্য মূল দল ঘোষণা করা হবে বলে এক টুইটে জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
Lionel Scaloni names his latest preliminary Argentina squad – Marcos Senesi is called up amid reports of Italy pinching the centre-back pic.twitter.com/W5bJBXMI08
— GOLAZO (@golazoargentino) May 13, 2022
একনজরে আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আটালান্টা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আর্মানি (রিভার প্লেট)
ডিফেন্ডার
গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), লুকাস মার্টিনেজ কুয়ার্তা (ফিওরেন্টিনা), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), মার্কোস সেনেসি (ফেয়েনুর্দ), জার্মান পেজেল্লা (রিয়াল বেতিস), লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), নেহুয়েন পেরেজ (উদিনেস), মার্কোস আকুনা (সেভিয়া)
মিডফিল্ডার
গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), নিকোলাস ডমিংগুয়েজ (বোলোনিয়া), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এজিকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা)
ফরোয়ার্ড
লিওনেল মেসি (পিএসজি), আলেহান্দ্র পাপু গোমেজ (সেভিয়া), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা), লুকাস ওকাম্পোস (সেভিয়া), আনহেল ডি মারিয়া (পিএসজি), আনহেল কোরেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ), পাউলো দিবালা (জুভেন্টাস), হোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (রিভার প্লেট), লুকাস আলারিও (বেয়ার লেভারকুসেন), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)