ইউক্রেনে হামলার ঘটনায় নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা দিয়েও রাশিয়াকে বাগে আনতে পারছে না পশ্চিমা দেশগুলো।
এবার তাই আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠকে বসতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর ডেইলি সাবাহর।
মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বৈঠকের সম্ভাব্য তারিখ ২৪ মার্চ বলে উল্লেখ করা হলেও এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলসে ওই বৈঠক হতে পারে। সেখানে রাশিয়ার বিরুদ্ধে পরবর্তী করণীয় নিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করবেন বাইডেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে রাশিয়া। হামলা বন্ধ করতে বারবার পশ্চিমা দেশগুলো আহ্বান জানিয়ে এলেও এতে কর্ণপাত করছে না রাশিয়া।