আন্তর্জাতিক

জীবাণু অস্ত্রের চিহ্ন সরিয়ে ফেলেছে ইউক্রেন: রাশিয়া

ইউক্রেন জীবাণু অস্ত্রের চিহ্ন সরিয়ে ফেলেছে: রাশিয়া

ইউক্রেন ল্যাব থেকে জীবাণু অস্ত্রের চিহ্ন সরিয়ে ফেলেছে বলে দাবি করেছে রাশিয়া।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া দাবি করেছেন, রুশ বাহিনী ইউক্রেনে জীবাণু অস্ত্রের চিহ্ন সরিয়ে ফেলার তথ্যপ্রমাণ পেয়েছে। খবর বিবিসির।

নিরাপত্তা পরিষদের এক বিশেষ অধিবেশনে ভাসিলি নেবেনজিয়া বলেন, রুশ বাহিনী ইউক্রেনে কমপক্ষে ৩০টি গবেষণাগারের তথ্যপ্রমাণ পেয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইউক্রেন অত্যন্ত বিপজ্জনক জীবাণু নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছিল।

তবে নেবেনজিয়া জাতিসংঘে তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।

জাতিসংঘের নিরস্ত্রীকরণ সংক্রান্ত প্রধান ইজুমি নাকামিৎসু বলেন, ইউক্রেনে কোনো জীবাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে জাতিসংঘ কিছুই জানে না।