ইউক্রেনের পূর্বাঞ্চলে তিন মার্কিন সেনা নিহতের বিষয়টি নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্র মার্কিন সেনা নিহতের দাবি নাকচ করে দিয়ে জানায়, ওই খবর ‘ভুয়া’। মার্কিন ন্যাশনাল গার্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে রাশিয়ান সংবাদপত্র প্রাভদা বৃহস্পতিবার এক প্রতিবেদনে দাবি করেছিল দোনেস্ক অঞ্চলে তিনজন মার্কিন ‘ভাড়াটে সেনা’ নিহত হয়েছে।
এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপ-মুখপাত্র জালিনা পোর্টার এক ব্রিফিংয়ে বলেন, ডনবাসে তিনজন মার্কিন সৈন্য নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করা রয়েছে, ওই খবর স্পষ্টতই মিথ্যা এবং ইচ্ছাকৃতভাবে বানোয়াট। ইউক্রেনে কোনো মার্কিন সেনা নেই বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়ায় মস্কোর উপর আর্থিক বিধিনিষেধ আরোপ করেছে পশ্চিমা বিশ্ব।
যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনে অন্তত ৮১৬ বেসামরিক নাগরিক নিহত এবং ১,৩৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
সংঘাত শুরুর পর ইউক্রেনের ৩.২৭ মিলিয়নেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে বলে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে।