ইউক্রেনের বেসামরিক লোকজন ও স্থাপনার ওপর রাশিয়ার বাহিনীর হামলার অভিযোগ করেছে কিয়েভ। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এ দাবি করেছেন। খবর বিবিসির।
এক ফেসবুক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, ব্যর্থ স্থল হামলার পর রুশ বাহিনী এখন বিমান হামলার দিকে জোর দিয়েছে। ইউক্রেনের জনবহুল শহরগুলো এবং স্থাপনাগুলো টার্গেট করে হামলা চালাচ্ছেন তারা।
ইউক্রেনের দাবি, স্থল ও আকাশ যুদ্ধে কিয়েভেরই জয় হবে। শত্রুপক্ষের ১০ জনকে গুলিবিদ্ধ করা হয়েছে।
এদিকে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে একটি থিয়েটারে হামলার অভিযোগ করেছে ইউক্রেন। রুশ সেনাদের হাতে অবরুদ্ধ মারিওপোল শহরের ওই থিয়েটারে শত শত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন বলেও জানিয়েছে দেশটি। তাৎক্ষণিকভাবে অবশ্য হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মারিওপোল সিটি কাউন্সিল জানিয়েছে, বুধবার শহরের একটি থিয়েটারে বিমান হামলার ঘটনা ঘটে। রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে থিয়েটারটি বেসামরিক মানুষের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং শত শত মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন।
তবে বেসামরিক আশ্রয়কেন্দ্রে হামলা করার কথা অস্বীকার করেছে রাশিয়া।
২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ হামলা চলছে। আজ যুদ্ধের ২২তম দিন। এই যুদ্ধে বহু হতাহতের ঘটনা ঘটছে।