তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজে অংশ নিতে শুক্রবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। তার ঠিক চার দিন আগে রোববার হঠাৎ করেই ব্যক্তিগত সফরে দুবাই চলে যান সাকিব।
ঢাকা ত্যাগের আগে সাকিব বলে যান, আমি শারীরিক ও মানসিকভাবে যে অবস্থায় আছি, মনে হয় না আমার পক্ষে এ মুহূর্তে (দক্ষিণ আফ্রিকায়) আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব।
সাকিবের এমন মন্তব্য নিয়ে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, আপনারা যা শুনেছেন আমিও তা শুনেছি। আমি জানি না কেন এমন কথা বলে গেল। আমরা তো জানতামই টেস্টে ও ওয়ানডেতে খেলবে। সে এলে কথা বলে বুঝতে পারব তার কী সমস্যা। এখানে জোর করার তো কিছুই নেই।
তিনি আরও বলেন, সে জানাতে তো পারতই। সাকিবের সঙ্গে আমার সম্পর্ক তো ওরকমই। কেন জানায়নি তা আমিও বলতে পরব না। ওর সঙ্গে কিছুদিন আগেও কথা হয়েছে তখন সব ঠিক ছিল। হয়ত যাওয়ার আগে সময় ছিল না এজন্য ফোন করতে পারেনি। তবে জালাল ভাইকে বলে গেছে। উনি যেহেতু ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান। একই কথা।
সাবেক এই অধিনায়ক আরও বলেন, তামিম-সাকিব কেউ ছিল না, তাদের ছাড়াই আমরা নিউজিল্যান্ডে টেস্ট জিতেছি। এমন না যে সে না থাকলে প্ল্যান হবে না, অবশ্যই প্ল্যান চেঞ্জ হবে। সে থাকলে একজন বাড়তি ব্যাটসম্যান বা বোলার নিয়ে খেলতে পারি। তো এখন সেটা হচ্ছে না। সেই সুবিধাটা পাচ্ছি না। আমরা চেষ্টা করব সেরা দলটা নিয়ে খেলতে।
টিম ডিরেক্টর আরও বলেন, সাকিব-তামিমদের পেছনে বাংলাদেশ ক্রিকেটের পুঁজিটা অনেক। তো আমরা তো ওদের কাছে তার প্রতিদানটা চাইতেই পারি। এটা তো কারও পারসোনাল টিম না, এটা বাংলাদেশ দল। এই জার্সি পরে আনন্দটা থাকা উচিত।